ঋণ ও জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে আরও বেশি পরিমাণে সাহায্য করার জন্য সংস্কারের চাপে ৫০ বছরের মধ্যে আফ্রিকার মাটিতে আইএমএফ এবং বিশ্বব্যাংকের প্রথম বার্ষিক বৈঠকের জন্য গতকাল মরক্কোতে জড়ো হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংক ঐতিহ্যগতভাবে প্রতি তিন বছরে তাদের ওয়াশিংটন সদর দফতরের বাইরে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বার্ষিক সমাবেশ করে। ২০২১ সালে দক্ষিণ মরক্কোর শহর মারাকেশে এটি আয়োজন করার কথা ছিল। কিন্তু কভিড-১৯ মহামারির কারণে সমাবেশটি দুবার স্থগিত করা হয়েছিল। আইএমএফ এবং বিশ্বব্যাংক সর্বশেষ ১৯৭৩ সালে আফ্রিকায় তাদের মিটিং করেছিল, যখন কেনিয়া অনুষ্ঠানটি আয়োজন করেছিল এবং কিছু দেশ তখনো ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা গত সপ্তাহে আবিদজানে এক বক্তৃতায় বলেছেন, ‘একবিংশ শতাব্দীতে একটি সমৃদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য একটি সমৃদ্ধ আফ্রিকার প্রয়োজন।’
এনজিওগুলো বলছে, আইএমএফ এবং বিশ্বব্যাংকের দেওয়া কঠোরতা উন্নয়নশীল বিশ্বে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান বাড়াচ্ছে।