রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

জাপান-রাশিয়া পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল

জাপানের সঙ্গে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করেছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা নিশ্চিত করেছে। জাপানের অবন্ধুসুলভ নীতির কারণে ছয় মাস আগে এ চুক্তি বাতিলের উদ্যোগ নেয় মস্কো। ১৯৯৩ সালের অক্টোবর মাসে দুই দেশ এ যৌক্তিক সই করে। সোভিয়েত আমলে নির্মিত পরমাণু অস্ত্রের বড় অংশ ধ্বংসের জন্য দুই দেশ চুক্তিবদ্ধ হয়। এসব অস্ত্র ধ্বংসের সময় পরিবেশগত কী ধরনের সমস্যা তৈরি হচ্ছে সেগুলো চিহ্নিত করার দায়িত্ব ছিল জাপানের। বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রুশ সরকার এবং জাপানের মধ্যে পারমাণবিক অস্ত্র ধ্বংসের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ১৯৯৩ সালের ১৩ অক্টোবর টোকিওতে সই হওয়া চুক্তি ২০২৪ সালের ২১ মে থেকে আর কার্যকর নেই।

সর্বশেষ খবর