ইসরায়েলের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলার উদ্বেগ বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতীয় নিরাপত্তা টিমের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ইসরায়েলে কোনো ধরনের আক্রমণ করা হলে দেশটিকে সব ধরনের সহযোগিতা করার বিষয়ে প্রস্তুতি সম্পর্কে ব্রিফ করা হয়েছে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, সাম্প্রতিক সময়ে যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তা নিরসনে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন কর্মকর্তারা। খবর বিবিসির।
গত বুধবার ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর থেকেই ওই অঞ্চলে উত্তেজনা বেড়ে গেছে। তার হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকেই দায়ী করেছে ইরান।