ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় গাজায় ৪৫ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে। গতকাল ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামাসের একজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন, যিনি অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচারের দায়িত্বে ছিলেন। তার মৃত্যু ইসরায়েলের সামরিক সক্ষমতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। গাজার মেডিকেল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গতকাল আল-বুরেইজ শিবিরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাফাহতে পৃথক হামলায় দুজন নিহত হয়েছেন। হামাস তাদের যোদ্ধাদের হতাহত সংখ্যা প্রকাশ করে না। হামাসের সশস্ত্র শাখা বলেছে, তাদের যোদ্ধারা রাফাহের পূর্বে ইসরায়েলি দুটি সেনা পরিবহনের ধ্বংস করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইসরায়েল বর্তমানে উত্তরাঞ্চলীয় সীমান্তে লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সম্ভাব্য আক্রমণ মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। গাজায় ১০ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর একাধিক দিক থেকে হুমকির সম্মুখীন হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৬৬ জন আহত হয়েছেন। অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসাবশেষ ও রাস্তায় চাপা পড়ে আছে, যেখানে অ্যাম্বুলেন্স এবং সিভিল এমারজেন্সি টিম পৌঁছাতে পারছে না।