প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রীকে সমবেদনা জানিয়ে চিঠি লিখলেন রাহুল গান্ধী। চিঠিতে সিপিএমের প্রতি বুদ্ধদেবের অবদানের কথা উল্লেখ করে তাঁর ‘উচ্চাভিলাষী দূরদৃষ্টি’র প্রশংসা করেছেন রাহুল। এ পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।চিঠিতে রাহুল গান্ধী লিখেছেন, ভারত এমন একজন ব্যক্তিত্বকে হারাল যাঁর উচ্চাভিলাষী দূরদৃষ্টি পশ্চিমবঙ্গকে সুসংহত রূপ দিয়েছেন। তার এই চিঠিতে উঠে এসেছে সিপিএমের কথাও। রাহুল গান্ধী লিখেছেন, ‘আদর্শগত গোঁড়ামির সীমা অতিক্রমকে নানা প্রতিকূলতা মোকাবিলা করে তিনি বাংলার উন্নয়নে নতুন যুগের সূচনা করেছিলেন।’
সিপিএমের প্রতি বুদ্ধদেব ভট্টাচার্যের যে অবদান ছিল তাও চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও চিঠিতে জানিয়েছেন রাহুল গান্ধী। বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে লেখা রাহুল গান্ধীর চিঠি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করেছেন রাজনৈতিক ব্যক্তিরা। কারণ ২০১১ সালে পালা বদলের সময় রাজ্যে কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস জোট সরকার। তার আগে রাজ্যে একাধিক আন্দোলন হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সেই সময় কেন্দ্র রাজ্যকে কোনো সহযোগিতা করেনি। টাটা বিদায় নেয়। তাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাইটার্স দখলের পথ সুগম হয়। সেই সব কথা স্মরণ করেই রাহুলের এই চিঠি বলেও মনে করেছে রাজনৈতিক মহল।