ব্রাজিলের সাও পাওলো রাজ্যে বিমান বিধ্বস্ত হয়ে ৬১ আরোহীর সবাই নিহত হয়েছে। শুক্রবার দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে সাও পাওলো শহরের প্রধান বিমানবন্দরে যাওয়ার পথে ভিনহেদো এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিবিসি এ খবর জানিয়েছে। ব্রাজিলের ভোয়েপাস এয়ারলাইনস জানিয়েছে, দুর্ঘটনায় বিমানটির সব আরোহী নিহত হয়েছে। এতে ৫৭ যাত্রী ও চারজন ক্রু ছিল। বিমানটি সাও পাওলো থেকে প্রায় ৮০ কিলোমিটার…