জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দীর্ঘকাল ধরে শাসনরত লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা। তবে তিনি আর এ পদে থাকছেন না। ফলে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না। আগামী মাসে দলটির নির্বাচন। সাম্প্রতিক রাজনৈতিক কেলেঙ্কারির কারণে তার পদত্যাগের দাবি ওঠার পর গতকাল তিনি এ ঘোষণা দিয়েছেন। তার মানে খুব দ্রুতই নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান।
সংবাদ সম্মেলনে কিশিদা বলেন, এলডিপিকে একটি ‘পরিবর্তিত দল’ হিসেবে উপস্থাপন করা প্রয়োজন। গতকাল জাপানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নেতা হিসেবে আর নির্বাচনে দাঁড়াবেন না তিনি। বিভিন্ন কারণে তার প্রতি সমর্থন কমেছে ব্যাপকভাবে। তার পরে যিনি দায়িত্ব গ্রহণ করবেন তাকে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এর মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ভূ-রাজনৈতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আগমন। ২০২১ সালের অক্টোবরে কিশিদা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।