নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন উড়িয়ে দেওয়া দলের সদস্য বলে কথিত এক ইউক্রেনীয় সাঁতার প্রশিক্ষককে গ্রেপ্তারের জন্য পোল্যান্ডকে অনুরোধ করেছে জার্মানি। দুই বছর আগে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে যাওয়া ওই পাইপলাইন গোপন হামলা চালিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল।
শত শত কোটি ডলার ব্যয়ে নির্মিত নর্ড স্ট্রিম পাইপলাইন বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ করত। রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার সাত মাস পর ২০২২ সালের সেপ্টেম্বরে ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণে নর্ড স্ট্রিম ১ ও ২ পাইপলাইন উড়িয়ে দেওয়া হয়।
গতকাল জার্মানির একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যে দলটি পাইপলাইনে বিস্ফোরক পেতেছিল ওই ইউক্রেনীয় ডুবুরি তার অংশ ছিল।