পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) ফয়েজ হামিদের বিরুদ্ধে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল (এফজিসিএম)-এর সঙ্গে জড়িত আরও তিনজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) গতকাল একথা জানিয়েছে। তবে প্রাথমিকভাবে ওই কর্মকর্তাদের নাম জানানো হয়নি।
এতে বলা হয়, অবসরপ্রাপ্ত এসব কর্মকর্তা সামরিক শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িত ছিলেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং তাদের সহযোগীরা পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে তদন্ত চলমান আছে।