রাশিয়ার কুরস্ক অঞ্চলে চলমান অভিযানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরেকটি সেতু ধসিয়ে দেওয়ার কথা জানিয়েছে ইউক্রেন। রবিবার ইউক্রেনের সামরিক বাহিনী ওই সেতুতে আঘাত হানার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আর তাতে সেতুটি কুরস্কের জোয়ান্নে এলাকায় সেইম নদীর ওপর বলে দাবি করা হয়েছে; জানিয়েছে বিবিসি।
এর কয়েক ঘণ্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কুরস্কে সামরিক অভিযানের লক্ষ্যগুলোর মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার হামলা বন্ধ করতে একটি বাফার জোন সৃষ্টির বিষয়টিও অন্তর্ভুক্ত হয়েছে। ২০২২ সালে মস্কো ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে প্রায় দুই সপ্তাহ ধরে রাশিয়ার ভূখন্ডে সবচেয়ে বড় পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন। সামাজিক মাধ্যমে সেতুতে আঘাত হানার ভিডিও ফুটেজ প্রকাশ করে ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেশুক লিখেছেন, আরও একটি সেতু কমানো হলো। ‘ইউক্রেনীয় বিমান বাহিনী নির্ভুলভাবে আঘাত হানার মাধ্যমে শত্রুপক্ষের সরবরাহ সক্ষমতা কেড়ে নিচ্ছে, যা বল প্রয়োগের ধারাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করছে।’ ভিডিওতে সেতুর ওপর বাড়তে থাকা বড় একটি ধোঁয়ার কুন্ডলী দেখা যায় আর সেতুর একটি অংশ ধ্বংস হয়ে গেছে বলে মনে হয়েছে। কখন এই হামলাটি চালানো হয়েছে তা অবশ্য পরিষ্কার হয়নি।