উগান্ডার রাজধানী কাম্পালার কাছে গত সপ্তাহে আবর্জনার স্তূপ ধসে অন্তত ৩৫ জন নিহত হয়। আবর্জনা ফেলার স্থানটির পাশেই কয়েক ডজন ঘরবাড়ি ছিল। ওই বাড়িগুলোর লোকজন তাতে চাপা পড়েন। সেখান থেকে নয়জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল। দুর্ঘটনার সময় ২৬ জনের মৃত্যুর খবর জানা গিয়েছিল। কাম্পালার একমাত্র ময়লার ভাগাড়টির আশপাশের মানুষ অনেকদিন ধরেই সেখানে বিপজ্জনক আবর্জনা ফেলা হয় বলে স্বাস্থ্যঝুঁকি নিয়ে অভিযোগ করে আসছিলেন।আফ্রিকায় এর আগেও আবর্জনার বড় স্তূপ ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০১৭ সালে ইথিওপিয়ার এরকম এক ঘটনায় অন্তত ১১৫ জনের মৃত্যু হয়।