দিন কয়েক আগেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এবার তিনি ভোটে জিতলে ইলন মাস্ককে তাঁর মন্ত্রিসভায় রাখতে চান। ট্রাম্পের ইচ্ছা প্রকাশ করতেই উত্তর দিতে খুব একটা দেরি করলেন না ইলন মাস্ক। সামাজিক গণমাধ্যমে তাঁর উত্তরে লিখলেন, তিনি ইচ্ছুক।
সোমবার এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইলন মাস্ক একজন বুদ্ধিদীপ্ত, স্মার্ট ছেলে। তার পরই জানান, নভেম্বরে ভোটে জিতে ফিরলে তিনি চাইবেন মাস্ককে তাঁর মন্ত্রিসভায় রাখতে, যদি সে রাজি হয়। স্বাভাবিকভাবেই এ প্রস্তাবের পর ইলন মাস্ক কী বলছেন, নজর ছিল সেদিকে। তবে দ্রুত টেসলাপ্রধান জানান, তিনি সেবা দিতে প্রস্তুত। এর আগের সপ্তাহে ট্রাম্প এবং মাস্ক দুজনই এক্সের বিষয়ে অন্তত দুই ঘণ্টা আলোচনা করেন। মাস্ক তখনই সরকারি কমিশনে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। উল্লেখ্য, গত মাসে ট্রাম্পকে হত্যার চেষ্টার পর সর্বসমক্ষে তাঁকে সমর্থন করেন মাস্ক।