পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪০ জন। এ হামলার দায় স্বীকার করেছে আল কায়দা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী জামায়াত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। জানা গেছে, শনিবার বুরকিনা ফাসোর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কায়া শহরের প্রায় ৪০ কিলোমিটার দুরে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় নিরাপত্তা ফাঁড়ি রক্ষার জন্য পরিখা খননকারী লোকজনের ওপর গুলি চালায় সশস্ত্র ব্যক্তিরা। হামলার পর থেকে কয়েকজন সেনা নিখোঁজ রয়েছেন। হামলাকারীরা নিরাপত্তা ফাঁড়ি থেকে অস্ত্র ও একটি সামরিক অ্যাম্বুলেন্স নিয়ে যায়। সেনেগালের রাজধানী ডাকার থেকে আল জাজিরার নিকোলাস হক জানান, হামলার পরের সময়ের একটি ভিডিও পোস্ট করেছে জেএনআইএম। এতে দেখা যায়, নারী, পুরুষ ও শিশুরা খননকাজ চলা পরিখার ভিতর পড়ে আছে।