কলকাতার আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে গোটা দেশে চরম আন্দোলনের মধ্যে নতুন করে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এবার ভারতের রাজস্থানের যোধপুরে অবস্থিত সরকারি মহাত্মা গান্ধী হাসপাতাল চত্বরে ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে। জানা গেছে, রবিবার সন্ধ্যায় মায়ের বকাঝকা শুনে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায় ওই কিশোরী। পুলিশ জানায়, বাড়ির পাশে হাসপাতাল চত্বরে মেয়েটিকে একা পেয়ে দুই যুবক একটি নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। শুধু তাই নয়, ভারতে ধর্র্ষণকান্ড নিয়ে চরম আন্দোলন চলার সময়েও থেমে নেই বর্বরোচিত নির্যাতন। প্রতিদিনই ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে উঠে আসছে নারী ও শিশু ধর্ষণের ভয়ানক সব ঘটনা।
গত মঙ্গলবার ভারতের কেবল একটি সংবাদমাধ্যম ঘেঁটেই অন্তত ৯টি ধর্ষণের নতুন খবর পাওয়া গেছে। এনডিটিভির এসব প্রতিবেদনে দেখা গেছে, ভুক্তভোগীদের বেশিরভাগই শিশু, যাদের একজনের বয়স মাত্র চার বছর। প্রথম ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের অযোধ্যায়। দ্বিতীয় ঘটনাটি রাজস্থানে। তৃতীয় ঘটনাটিও রাজস্থানের। চতুর্থ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে শহরে। পরের ঘটনাটি মধ্য প্রদেশের। ষষ্ঠ ঘটনাটি ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে। সপ্তম ঘটনাটি হয়তো সবচেয়ে বর্বরোচিত ও হৃদয়বিদারক! মহারাষ্ট্রের বদলাপুর শহরের ওই ব্যক্তি একাধিকবার নিজের মেয়েকে ধর্ষণ করেছেন। অষ্টম ঘটনাটি রাজধানী দিল্লিতে।