শ্রীলঙ্কায় আজ প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। ২০২২ সালের চরম অর্থনৈতিক ও রাজনৈকিত সংকটের পর দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রনিল বিক্রমাসিংহে (৭৫)। মূলত ২০২২ সালে ডলার সংকটের কারণে ধসে পড়েছিল শ্রীলঙ্কার অর্থনীতি। এবারের নির্বাচনে অর্থনৈতিক সংকট সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। দেশটির মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছিল ৭০ শতাংশ। তা ছাড়া বিদ্যুতে শুল্ক আরোপ করা হয়েছিল ৬৫ শতাংশ।
যদিও গত মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫ শতাংশে। তা ছাড়া গত তিন বছরের মধ্যে প্রথম জিডিপি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটিতে এখনো লাখ লাখ মানুষ দরিদ্র ও ঋণগ্রস্ত। তাদের আশা নতুন প্রেসিডেন্ট তাদের ভবিষ্যৎ সমৃদ্ধ করবেন। -এনডিটিভি