সামরিক অভ্যুত্থানবিরোধী এক দম্পতির মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিয়ানমার জান্তা সরকার। সোমবার এ দণ্ড কার্যকর করা হয়েছে। এদিকে, গতকাল আরও প্রাণদণ্ড কার্যকরের পরিকল্পনা ছিল শাসকগোষ্ঠীর। দেশটির অধিকার বিষয় সংগঠনের বরাতে আলজাজিরা এ খবর জানিয়েছে। নারী অধিকার বিষয়ক সংগঠন উইমেন্স পিস নেটওয়ার্ক সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টায় মাউং কাউং হিতেত ও তার স্ত্রী চ্যান মিয়ায়ে থুয়ের প্রাণদণ্ড কার্যকর করা হয়। কোনো সুষ্ঠু তদন্ত ও শুনানি ব্যতিরেকেই ওই দম্পতিকে এক বোমা হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে দণ্ডিত করা হয়েছে বলে অভিযোগ করে সংগঠনটি।
২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমার জান্তা। ১৯৮০ এর দশকের পর ২০২২ সালের জুলাইতে তারা প্রথম চারজনের প্রাণদণ্ড কার্যকর করে। মানবাধিকারবিরোধী পদক্ষেপের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার লক্ষ্যবস্তু হয়ে আছে জান্তা সরকার। গণতন্ত্রপন্থি ও দেশের বিভিন্ন সশস্ত্র জাতিগোষ্ঠীরা একজোট হয়ে সামরিক শাসনের বিরুদ্ধে দেশব্যাপী প্রবল প্রতিরোধ গড়ে তুললে সংকট আরও ঘনীভূত হতে থাকে। ওই বিবৃতিতে আরও বলা হয়, গতকাল গণতন্ত্রপন্থি পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আশঙ্কা ছিল। অভিযুক্তরা ২০২১ সালের সেপ্টেম্বর থেকে বন্দি আছেন।