পশ্চিমবঙ্গের ছয়টি আসনে বিধানসভার উপনির্বাচন আগামী ১৩ নভেম্বর। শুক্রবার মনোনয়নপত্র জমার শেষ দিন। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হবে এ নির্বাচন। ইতোমধ্যেই তার তোড়জোড় শুরু হয়েছে। ইতোমধ্যে ওই ছয় কেন্দ্রে রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করেছে। গত শনিবার বিজেপির প্রার্থী ঘোষণার পর গতকাল তৃণমূল তাদের প্রার্থী ঘোষণা করে। ওই ছয় কেন্দ্রগুলো হলো- সিতাই, মাদারিহাট, তালডাংরা, মেদিনীপুর, হাড়োয়া এবং নৈহাটি। এ ছয় বিধানসভা কেন্দ্রের বিধায়করাই সম্প্রতি লোকসভায় জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। ২০২১ সালের বিধানসভার নির্বাচনে এই ছয় আসনের মধ্যে কেবল একটি মাত্র আসন মাদারিহাটে জয় পেয়েছে বিজেপি, বাকি পাঁচটিই তৃণমূলের দখলে। কলকাতা প্রতিনিধি