লেবাননের আল-কারদ আল-হাসান ব্যাংকের বিভিন্ন শাখায় একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেছে ব্যাংকটির কর্তৃপক্ষ। রবিবার লেবাননজুড়ে ব্যাংকটির শাখায় একযোগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গতকাল আল-কারদ আল-হাসান ব্যাংক কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘এসব হামলা দেখে বোঝা যাচ্ছে, শত্রুপক্ষ (ইসরায়েল) দেউলিয়া হয়ে গেছে।’
ইসরায়েলের দাবি, ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে অর্থায়ন করে আসছে আল-কারদ আল-হাসান ব্যাংক। এ জন্য লেবাননজুড়ে ব্যাংকটির শাখাগুলোতে হামলা করেছে তারা। তবে এসব হামলায় কেউ হতাহত হয়েছে কি না তা এখনো জানা যায়নি। লেবাননের ২৫টি এলাকা, যার ১৪টিই রাজধানী বৈরুতে, সে সব এলাকায় রাতভর হামলা হতে পারে বলে সেখানকার বাসিন্দাদের ইসরায়েল আগেই সতর্ক করে দিয়েছিল। ইসরায়েল ডিফেন্স ফোর্স বলেছে, হিজবুল্লাহকে সমর্থন করে এমন ব্যাংক ও অন্য আর্থিক অবকাঠামোগুলো তাদের মূল লক্ষ্য। রয়টার্স জানিয়েছে, লেবাননজুড়ে ওই ব্যাংকটির ৩০টির বেশি শাখা আছে। এর মধ্যে ১৫টি আছে বৈরুতের জনবহুল এলাকায়।
এদিকে হিজবুল্লাহ বলছে, রবিবারেও ইসরায়েলে সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে তারা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি করা হয়েছে বলেও দাবি করেছে তারা।
রবিবার সন্ধ্যায় আইডিএফ জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েক ডজন রকেট নিক্ষেপ করা হয়েছে। হিজবুল্লাহ ও লেবাননের কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ করেছে। ইসরায়েল সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে।