ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক আলোচনার পর সীমান্ত সমস্যা নিয়ে বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, সীমান্ত সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে।
তিনি জানান, দুই দেশ তাদের বিতর্কিত হিমালয় সীমান্তে চার বছর ধরে চলমান সামরিক অচলাবস্থা সমাধানের লক্ষ্যে একটি টহল চুক্তিতে পৌঁছেছে। এ চুক্তিকে দুই দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে যে আলোচনা হয়েছে তার ফলস্বরূপ ভারত-চীন সীমান্ত এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল ব্যবস্থার বিষয় চুক্তি হবে বলে জানা গেছে। বিচ্ছিন্নতার বিষয়ে শেষ পর্যন্ত একটি সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। ২০২০ সালে এ অঞ্চলগুলোতে সমস্যা দেখা গিয়েছিল। তিনি আরও জানান, আলোচনা করা বিষয়গুলোতে আমরা চীনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছি। বিক্রম মিশ্রি বললেন, সীমান্তের সমস্যাগুলো সমাধানের জন্য ভারত ও চীনের মধ্যে আলোচনা হচ্ছে কয়েক সপ্তাহ ধরে। ডেপসাং এবং ডেমচোক এলাকায় টহলদারি ব্যবস্থা নিয়েও আলোচনা হচ্ছে।
তিনি জানান, রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সময় মোদি ও শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হবে। তাতেই বিষয়টির চূড়ান্ত সুরাহা হবে বলে তিনি আশা করেন।