ভারতের জম্মু ও কাশ্মীরে দুর্বৃত্তদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক কাশ্মীরি চিকিৎসক এবং ছয় পরিযায়ী শ্রমিক (অন্য রাজ্য থেকে কাজ করতে আসা শ্রমিক)। আহত হয়েছেন বেশ কয়েকজন।
রবিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের গান্ধেরবাল জেলার সোনমার্গ এলাকায় একটি কন্সট্রাকশন সাইটে এলোপাতাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা। তাতেই এ হতাহতের ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা একটি বেসরকারি সংস্থার হয়ে সেখানে কর্মরত ছিলেন। হামলার পরই নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে তল্লাশি চালায়। তবে শেষ পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
গত ১৬ অক্টোবর জম্মু-কাশ্মীরে নতুন সরকার গঠন করে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোট। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ন্যাশনাল কনফারেন্স সহসভাপতি ওমর আবদুল্লাহ। আর তারপরেই এ জঙ্গি হামলার ঘটনা!