ভারতের পশ্চিমবঙ্গে দুই মাসের বেশি সময় ধরে চলা জুনিয়র চিকিৎসকদের নানা কর্মসূচি ও অনশন আপাতত প্রত্যাহার হয়েছে। গতকাল বিকালে মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে মুখ্যমন্ত্রী ও জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা বৈঠক করেন। প্রায় দুই ঘণ্টা চলা বৈঠকে চিকিৎসকদের ১০ দফা দাবি নিয়ে আলোচনা হয় এবং দুই পক্ষই ইতিবাচক মনোভাব প্রকাশ করে। বৈঠক শেষে জুনিয়র চিকিৎসকরা জানান, আরজি কর হাসপাতালে নিহত নারী চিকিৎসকের বাবা-মায়ের আবেদনে সাড়া দিয়ে এবং সাধারণ মানুষের কথা ভেবেই আমরা আমরণ অনশন প্রত্যাহার করলাম।
সেক্ষেত্রে অনশন শুরুর ১৭ দিনের মাথায় এ অনশন কর্মসূচি প্রত্যাহার করা হলো। একই সঙ্গে আজ গোটা রাজ্যজুড়ে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে যে সর্বাত্মক স্বাস্থ্য ধর্মঘট শুরু করার কথা ছিল, সেই কর্মসূচিও প্রত্যাহার করে জুনিয়র চিকিৎসকরা।
যদিও এ ব্যাপারে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-এর প্রতিনিধি ডা. দেবাশীষ হালদার জানান ‘লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার রেখেই আমরা অনশন প্রত্যাহার করলাম। তবে আমাদের আন্দোলন চলতে থাকবে। আরজি করের ঘটনার সুবিচারসহ বিভিন্ন দাবি পূরণে শনিবার আরজি কর মেডিকেল কলেজে এবং হাসপাতালে মহাসমাবেশের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তারদের সংগঠন।