রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ অভিযোগ করেছে কিয়েভ। গতকাল সকালের ব্যস্ত সময়ে এ হামলা চালানো হয়। একই সময়ে কৃষ্ণ সাগরের বন্দর শহর ওডেসা এবং পশ্চিম ইউক্রেনের আরও কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ বছরের বেশিরভাগ সময় জুড়েই রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে আসছে। গত মাসে এই হামলার নতুন ধারা শুরু হয়, যা লাখো সাধারণ মানুষের জন্য দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণ হয়েছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ ইতোমধ্যে ৩৪ মাসে গড়িয়েছে।
একটি সূত্র জানিয়েছে, গতকাল ইউক্রেনের বিদ্যুৎ উপকেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। শুধু বিদ্যুৎ নয়, সম্প্রতি গ্যাস অবকাঠামোতেও হামলা শুরু হয়েছে।
-সিএনএন, রয়টার্স
এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখন্ডের গভীরে হামলা চালানোয় ইউক্রেনের তীব্র নিন্দা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি রাশিয়ার ভিতরে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দেওয়াকে পাগলামি বলেও আখ্যা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটা পাগলামি। রাশিয়ার কয়েক শ মাইল ভিতরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুমতি নিয়ে আমার তীব্র আপত্তি রয়েছে। আমরা ওটা কেন করছি? আমরা শুধু এই যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি ও পরিস্থিতি আরও জটিল করে তুলছি। এটা করতে দেওয়া উচিত হবে না।