ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন দেখা দেয়নি এবং ভবিষ্যতেও এর প্রয়োজন হবে না বলেই আশা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।
তিনি বলেন, ‘ইউক্রেনসংকটকে একটি যৌক্তিক পরিণতিতে নিয়ে যাওয়ার জন্য রাশিয়ার যথেষ্ট শক্তি ও উপায় রয়েছে।’ গতকাল রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি সাক্ষাৎকারের খণ্ডাংশে পুতিন এসব কথা বলেন। সাক্ষাৎকারটি টেলিগ্রামে প্রকাশ করেছে টিভি চ্যানেলটি। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘এই (পারমাণবিক) অস্ত্র ব্যবহার করার কোনো প্রয়োজন পড়েনি... এবং আমি আশা করি, ভবিষ্যতেও পড়বে না।’ তিনি আরও বলেন, ‘২০২২ সালে যা শুরু হয়েছিল, তা রাশিয়ার কাক্সিক্ষত ফলাফলে নিয়ে যেতে আমাদের যথেষ্ট শক্তি ও সামর্থ্য আছে।’ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। প্রথমদিকে কিয়েভ দখলের চেষ্টা ব্যর্থ হলেও বর্তমানে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের প্রায় ২০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রয়েছে। -এএফপি