ভারতের বিহার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সেখানে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) করে নির্বাচন কমিশন। এসআইআর বাস্তবায়নের ফলে রাজ্যটিতে প্রায় ৬৫ লাখেরও বেশি ভুয়া ভোটারের নাম বাদ যায়। বিহারের মতো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর করতে চায় নির্বাচন কমিশন। এনিয়ে বিজেপি নেতাদের বক্তব্য এসআইআর হলে অন্তত এক থেকে দেড় কোটি ভুয়া ভোটারের নাম বাদ যাবে। আর তাতেই অগ্নিশর্মা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেশটির নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করেছেন মমতা। কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মমতা বললেন ‘রয়েল বেঙ্গল টাইগারকে যদি আহত করেন সে কিন্তু প্রতিশোধ নেবেই।’