যুক্তরাষ্ট্রের বেশ কটি স্টেটে ন্যূনতম মজুরি বাড়বে আগামী বছরের প্রথম দিন থেকে। ওয়াশিংটন স্টেটে তা হবে প্রতি ঘণ্টায় ১৭.১৩ ডলার এবং কানেকটিকাট স্টেটে হবে ১৬.৯৪ ডলার করে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ৫০ স্টেটের মধ্যে ন্যূনতম মজুরি সবচেয়ে বেশি হবে ওয়াশিংটনে এবং দ্বিতীয় সর্বোচ্চ হবে কানেকটিকাট স্টেটে। তৃতীয় স্থানে যাবে ক্যালিফোর্নিয়া স্টেট-১৬.৯০ ডলার। এ ক্ষেত্রে নিউইয়র্কের অবস্থান হবে চতুর্থ-১৬.৫০ ডলার। উল্লেখ্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে কিছুটা সংগতি রেখে স্টেটসমূহ ন্যূনতম মজুরি বৃদ্ধির পথে থাকলেও ২০০৯ সালের পর মজুরি বৃদ্ধির আবেদন/দাবিতে সাড়া দেয়নি মার্কিন কংগ্রেস অথবা হোয়াইট হাউস।
অর্থাৎ সর্বশেষ ২০০৯ সালে ফেডারেল কর্মীদের ন্যূনতম মজুরি ঘণ্টা হয় ৭.২৫ ডলার এবং এখনো তা বহাল রয়েছে। যদিও সারা বিশ্বের শ্রমিক-অধিকার, মানবাধিকার নিয়ে হরদম খবরদারি করছে কংগ্রেস এবং হোয়াইট হাউস।
স্টেট পার্লামেন্টসমূহে পাস হওয়া বিল অনুযায়ী ১ জানুয়ারি থেকে মজুরি বেড়ে হবে অ্যারিজোনা স্টেটে ১৪.৭০ ডলার থেকে ১৫.১৫ ডলার, ক্যালিফোর্নিয়ায় ১৬.৫০ ডলার থেকে ১৬.৯০ ডলার, কলরাডোয় ১৪.৮১ ডলার থেকে ১৫.১৬ ডলার, কানেকটিকাটে ১৬.৩৫ ডলার থেকে ১৬.৯৪ ডলার, হাওয়াইতে ১৪ ডলার থেকে ১৬ ডলার, মেইনে ১৪.৬৫ ডলার থেকে ১৫.১০ ডলার, মিশিগানে ১২.৪৮ ডলার থেকে ১৩.৭৩ ডলার, মিনেসোটায় ১১.১৩ ডলার থেকে ১১.৪১ ডলার, মিজৌরিতে ১৩.৭৫ ডলার থেকে ১৫ ডলার, মন্টানায় ১০.৫৫ ডলার থেকে ১০.৮৫ ডলার, নিউজার্সিতে ১৪.৫৩ ডলার থেকে ১৫.২৩ ডলার, নিউইয়র্কে ১৫.৫০ ডলার থেকে ১৬.৫০ ডলার, ওহাইয়োতে ১০.৭০ ডলার থেকে ১১ ডলার, রোড আইল্যান্ডে ১৫ ডলার থেকে ১৬ ডলার, ভারমন্টে ১৪.০১ ডলার থেকে ১৪.৪২ ডলার, ভার্জিনিয়ায় ১২.৪১ ডলার থেকে ১২.৭৭ ডলার এবং ওয়াশিংটন স্টেটে ১৬.৬৬ ডলার থেকে ১৭.১৩ ডলার হবে।