মাদক চোরাচালান রোধের কথা বলে তোড়জোড় শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক চোরাচালান রোধে যথেষ্ট পদক্ষেপ নেননি, অভিযোগ তুলে দেশটির উপকূলে সেনা মোতায়েনও করেছে ওয়াশিংটন।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বিবৃতিতে বলেছেন, দেশে মাদকের ‘বন্যা’ বন্ধ করতে মার্কিন শক্তির প্রতিটি উপাদান ব্যবহার করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি বলেছিলেন, ‘আমি মনে করি আমরা কেবল তাদের হত্যা করব যারা আমাদের দেশে মাদক নিয়ে আসছে।’ মাদুরো বারবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুতর আক্রমণের হুমকির মুখোমুখি পড়েছে তাঁর দেশ। সেই সঙ্গে ওয়াশিংটন তাঁর সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তোলেন। তবে ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক হামলার শঙ্কা উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন এমন পরিকল্পনা নেই তাঁর। যা তাঁর গত সপ্তাহের নিজের মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হচ্ছে। ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ানে সাংবাদিক জানতে চান, আপনি কি ভেনেজুয়েলায় হামলার কথা ভাবছেন? জবাবে ট্রাম্প বলেন, ‘না’। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ও একই বার্তা দিয়েছেন। মিয়ামি হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলাকে লক্ষ করে হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। -আলজাজিরা
এ প্রতিবেদনের বিষয়ে রুবিও এক্সে লিখেছেন, ‘আপনার তথাকথিত সূত্র আপনাকে ভুয়া খবর লিখতে বাধ্য করেছে।’ এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস কর্মকর্তা মারিয়া জাখারোভা বলেছেন, ‘আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির গতিশীলতা বিবেচনায় ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় মাদুরোর নেতৃত্বকে আমরা সমর্থন করি। ভেনিজুয়েলার প্রতি যে কোনো হুমকির পরিপ্রেক্ষিতে সহযোগিতায় প্রস্তুত রাশিয়া।’