তুরস্কের কারাবন্দি বিরোধীদলীয় নেতা ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর বিরুদ্ধে দুর্নীতির ১৪২টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। এসব অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ২ হাজার ৩৫২ বছরের কারাদণ্ডের দাবি করেছে প্রসিকিউটর।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এমন একটি বিশাল দুর্নীতি চক্রের নেতৃত্ব দিয়েছেন, যার ফলে তুরস্ক সরকারের কয়েক শ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ইমামোগলু বরাবরই এসব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আসছেন। ১৯ মার্চ থেকে তিনি দুর্নীতির অভিযোগে প্রাক-বিচারিক আটক অবস্থায় রয়েছেন।-বিবিসি
ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর আকিন গুরলেক এক সংবাদ সম্মেলনে অভিযোগপত্রটি প্রকাশ করেন। উচ্চ আদালতের কাছে ইমামোগলুর দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপিকে) নিষিদ্ধ করারও আহ্বান জানান সেই প্রসিকিউটর। তবে সিএইচপি এই নতুন অভিযোগপত্রকে ‘অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর একরেমের পাশাপাশি আরও ৪০১ জনকে অভিযুক্ত করেছেন। প্রসিকিউটর আকিন গুরলেক বলেন, আট মাসের তদন্তে দেখা গেছে অভিযুক্তদের মধ্যে ১০৫ জন এরই মধ্যে আটক হয়েছেন। তারা ঘুষ, অর্থ পাচার এবং অবৈধ উপায়ে সম্পদ অর্জনের মাধ্যমে রাষ্ট্রকে ১৬০ বিলিয়ন লিরা ক্ষতি করেছেন। মেয়র একরেমের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে ১২টি, অর্থ পাচারের সাতটি এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জালিয়াতির আরও সাতটি অভিযোগ আনা হয়েছে। একরেমকে গ্রেপ্তারের পর তুরস্কজুড়ে বিক্ষোভ শুরু হয়। সে সময় পুলিশের অভিযান চলে এবং শত শত মানুষকে আটক করা হয়। এ ছাড়া শহরের প্রধান প্রসিকিউটরকে ‘অপমান ও হুমকি’ দেওয়ার অভিযোগে অপর এক মামলায় তিনি কারাদণ্ড পেয়েছেন, যার বিরুদ্ধে তিনি আপিল করছেন।