৯ সেপ্টেম্বর, ২০২১ ১৮:০২

প্রতিদিন ওমরাহ করতে পারবেন ৭০ হাজার মানুষ

অনলাইন ডেস্ক

প্রতিদিন ওমরাহ করতে পারবেন ৭০ হাজার মানুষ

প্রতিদিন ওমরাহ করতে পারবেন ৭০ হাজার মানুষ। ফাইল ছবি

করোনার (কোভিড-১৯) কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৫ আগস্ট থেকে বিদেশিদের ওমরাহ পালন শুরু হয়েছে। শুরুতে সীমিতসংখ্যক মানুষকে এ সুযোগ দেওয়া হলেও এখন তা বাড়িয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে দৈনিক ৭০ হাজার মানুষ ওমরাহ করতে পারবেন। 

সৌদি কর্তৃপক্ষের বরাতে এ খবর দিয়েছে আরব নিউজ। খবরে বলা হয়েছে, পবিত্র দুই মসজিদ সম্পর্কিত কার্যালয়ের প্রধান শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল সোদাইসের নেতৃত্বে দৈনিক ৭০ হাজার মানুষ যেন ওমরাহ আদায় করতে পারেন, সেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, দৈনিক ওমরাহ আদায়কারীর সংখ্যা বাড়িয়ে ৭০ হাজার করা হলেও স্বাস্থ্য সচেতনতা ও করোনাবিধির প্রতি সম্পূর্ণরূপে গুরুত্ব দেওয়া হবে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

সর্বশেষ খবর