২৪ মে, ২০২৪ ১৭:১৫

মদিনায় প্রতিদিন তিনশ' টন জমজমের পানি বিতরণ

অনলাইন ডেস্ক

মদিনায় প্রতিদিন তিনশ' টন জমজমের পানি বিতরণ

হজ উপলক্ষে দর্শনার্থীরা যাতে পর্যাপ্ত পরিমাণ জমজমের পানি পান করতে পারেন সেজন্য সৌদি কর্তৃপক্ষ মদিনার মসজিদে নববিতে প্রতিদিন ৩০০ টন জমজমের পানি সরবরাহ করছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে। 

এসপিএর খবরে বলা হয়, মুসল্লিদের সুপেয় পানির চাহিদা মেটাতে পবিত্র মক্কা নগরী থেকে জমজমের পানি সরাসরি মদিনার মসজিদে নববির একটি সংরক্ষণ প্ল্যান্টে সরবরাহের পরিমাণ মাসে ৯ হাজার টনে পৌঁছেছে। অর্থাৎ মসজিদে নববিতে প্রতিদিন ৩০০ টন জমজমের পানি সরবরাহ করা হয়। 

পানি উত্তোলনের পর মদিনায় মুসল্লিদের এই পানি দেয়ার পূর্বে বিশুদ্ধতা পরীক্ষা করা হয়। জমজমের পানি নিরাপদ কি না তা নিশ্চিত করতে বিশেষ কর্মীরা প্রতিদিন জমজম থেকে ৮০টিরও বেশি নমুনা নিয়ে সর্বাধুনিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করেন।

আগামী মাসে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার সারা বিশ্ব থেকে ২০ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর