১৩ মার্চ, ২০১৯ ২০:১৩

৩৭তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ ৫৭৮

অনলাইন ডেস্ক

৩৭তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ ৫৭৮

৩৭তম বিসিএসে প্রথম শ্রেণীর নন-ক্যাডারে ৫৭৮ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  ৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে এ নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।  আজ বুধবার কমিশনের বিশেষ সভায় এ নিয়োগের সুপারিশ করা হয়। 

পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৭তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি তাদের মধ্য থেকে এ নিয়োগ দেওয়া হয়। সুপারিশকৃতদের তালিকা পিএসসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

পিএসি জানিয়েছে, গত বছরের ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য এক হাজার ৩১৪ জনকে সুপারিশ করে কমিশন। ৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৪ হাজার ৭৬৮ জন উত্তীর্ণ হয়েছিলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর