শিরোনাম
৩০ এপ্রিল, ২০১৯ ১৩:৪২

৩৯তম বিশেষ বিসিএসের ফল আজ

অনলাইন ডেস্ক

৩৯তম বিশেষ বিসিএসের ফল আজ

৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল আজই প্রকাশ হতে পারে। এ উপলক্ষে আজ দুপুরে বাংলাদেশ কর্ম কমিশন বিশেষ সভা ডেকেছে। বৈঠকে সিদ্ধান্ত হলে দুপুরের পরই প্রকাশ করা হবে ৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল। বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেছেন, ৩৯তম বিশেষ বিসিএসের ফল চূড়ান্ত। এটি খুব শিগগির প্রকাশ করা হবে।

সাধারণত বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের আগে বৈঠক করে পিএসসি। এর পরপরই ফল প্রকাশের বিজ্ঞপ্তি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিশেষ এই বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ দেয়া হবে। গত বছরের ৬ সেপ্টেম্বর ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর গত ৭ মার্চ এই বিসিএসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর