এখন থেকে প্রধান বিচারপতিকে মাই লর্ড নয় বরং স্যার বলতে নির্দেশ দিয়েছেন ভারতের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। খবর এনডিটিভি’র।
বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ এক চিঠিতে এই আদেশ দেন। চিঠিতে তিনি বলেন, “আমি চাই সব আইন কর্মকর্তা আমাকে স্যার বলুক, মাই লর্ড নয়।”
ইতিমধ্যেই এই চিঠি হাইকোর্টের রেজিস্ট্রার থেকে রাজ্যের সব জেলা আদালত, নিম্ন আদালত এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, “প্রধান বিচারপতি ইচ্ছাপ্রকাশ করেছেন এখন থেকে জেলা বিচার সভা এবং মহামান্য হাইকোর্টের কর্মকর্তারা তাকে মাই লর্ড না বলে স্যার বলে সম্বোধন করুক।”
বিডি প্রতিদিন/কালাম