৫ মে, ২০২১ ১৬:৩৯

ভোটে হেরে মুখ্যমন্ত্রী, এমন হয়নি বাংলায় : মমতাকে কটাক্ষ শুভেন্দুর

অনলাইন ডেস্ক

ভোটে হেরে মুখ্যমন্ত্রী, এমন হয়নি বাংলায় : মমতাকে কটাক্ষ শুভেন্দুর

টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। এর আগে, শপথ নিয়ে তীব্র কটাক্ষ করলেন এক সময়ের মমতা ঘনিষ্ঠ তৃণমূল মন্ত্রী ও বর্তমানে বিজেপির নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, ভোটে হেরে মুখ্যমন্ত্রী হয়েছেন। এমনটা এর আগে বাংলায় কখনও হয়নি। ২১৩ জন বিধায়কের মধ্যে কাউকে পাওয়া গেল না মুখ্যমন্ত্রী করার জন্য! এই জন্য তো বলেছিলাম, ওটা পার্টি নয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি।

উল্লেখ্য, নন্দীগ্রামে মমতার নিজ আসনে ১৬০০-র বেশি ভোটে জিতেছেন শুভেন্দু। যদিও তা নিয়ে আদালতে যাওয়ার কথা বলেছেন তৃণমূলনেত্রী। কারণ এই আসনের ভোটে প্রথমে জানানো হয় মমতা জিতেছেন। পরে আবার ভোট পুণর্গণনায় মমতাকে পরাজিত ঘোষণা করা হয়।

সূত্র : দ্য ওয়াল।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর