শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির জন্য ফ্ল্যাট

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন বাংলাদেশের প্রতিনিধির বাসস্থান হিসেবে ব্যবহারের জন্য নিউইয়র্কে একটি আবাসিক ফ্ল্যাট কিনেছে। জাতিসংঘ সদর দফতর থেকে ২৫ কিলোমিটার দূরের তিন হাজার ৩০০ বর্গফুট আয়তনের এই ফ্ল্যাটটি কিনতে খরচ হয়েছে সোয়া তিন লাখ ডলার বা আড়াই কোটি টাকার কিছু বেশি। ফ্ল্যাটটি কেনায় বাংলাদেশ সরকারের প্রতি মাসে ১০ হাজার ডলার বা সাত লাখ আশি হাজার টাকা ভাড়ার অর্থ সাশ্রয় হবে। মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। মিশনের বার্তায় বলা হয়, সম্প্রতি মিশন মিলনায়তনে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে ফ্ল্যাট ক্রয়ের দলিলে স্বাক্ষর করে স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন। এ সময় তিনি বলেন, নিঃসন্দেহে এটি আমাদের জন্য একটি সুখবর। এতে বাংলাদেশ সরকারের আর্থিক সাশ্রয় হবে। একই সঙ্গে আমরা একটি ফ্ল্যাটের মালিকানা অর্জন করতে পেরেছি। ভবিষ্যতে একটি ভবন কিনতে সক্ষম হলে সরকার বেশি লাভবান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ২০০৯ সালে মিশনের কার্যালয়ের জন্য জাতিসংঘ সদর দফতরের কাছে একটি ফ্লোর কেনা হয়। এতে মিশন কার্যালয়ের ভাড়া বাবদ মাসে বাংলাদেশি টাকায় প্রায় ২৭ লাখ টাকা সাশ্রয় হয়।

সর্বশেষ খবর