শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

মিডিয়ায় কথা বলতে মানা রেশমার!

মিডিয়ায় কথা বলতে মানা রেশমার!
সাভারের রানা প্লাজার ধ্বংসস্ত‚প থেকে দীর্ঘ ১৭ দিন পর জীবিত উদ্ধার হওয়া, দেশ-বিদেশের মিডিয়া কাঁপানো আলোচিত রেশমা এখন তার নিজ বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ীতে অবস্থান করছেন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি একটি পাজেরো জিপে করে বাড়ি পৌঁছান। হোটেল ওয়েস্টিনের এক কর্মকর্তা ও দুজন সফরসঙ্গীও রেশমার সঙ্গে রয়েছেন। গতকাল সকালে খবর পেয়েই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা বেগম সিদ্দিকা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন এক ভ্যান পুলিশ নিয়ে রেশমার বাড়িতে ছুটে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে জানিয়ে দেন কোনো মিডিয়া রেশমার সাক্ষাৎকার নিতে পারবে না। এমনকি মিডিয়ার লোক তার সঙ্গে একটি কথাও বলতে পারবে না। শুধু লাইভ ছবি নিতে পারবে। এ সময় তিনি রেশমার পরিবারের সদস্যদের সতর্ক করে দেন যেন কোনো সাংবাদিক রেশমার সঙ্গে কথা বলতে না পারেন। বিডিনিউজ
স্থানীয়রা জানিয়েছেন, রেশমার নিরাপত্তা নিয়ে প্রশাসন বেশ উদ্বিগ্ন। গতকাল বিকালের মধ্যেই রেশমাকে ঢাকায় নিয়ে যেতে হোটেল ওয়েস্টিনের কর্মকর্তাদের বার বার চাপ প্রয়োগ করা হয়েছে। অথচ রেশমা আরও পাঁচ-ছয় দিন তার জন্ম স্থানে থাকতে চান। তাকে জোর করে ঢাকায় পাঠাতে চাইলে একসময় তিনি কেঁদে ফেলেন। অন্যদিকে, রেশমার বাড়ি ফেরার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দলে দলে লোক তার বাড়ির দিকে ছুটতে দেখা যায়। সবাই তাকে একনজর দেখতে চান। উল্লেখ্য, সাভারে রানা প্লাজা ধসের ১৭তম দিনে ১০ মে ধ্বংসস্ত‚পের নিচ থেকে রেশমাকে উদ্ধার করে সেনাবাহিনীর উদ্ধারকারী দল। সুস্থ হওয়ার পর পাবলিক এরিয়া অ্যাম্বাসেডর পদে রেশমাকে চাকরি দিয়েছে পাঁচ তারকা হোটেলে ঢাকা ওয়েস্টিন।

সর্বশেষ খবর