শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

সিইসিকে নির্বাহী ক্ষমতা দেওয়ার প্রস্তাব হুদার

নির্বাচন কমিশন পুনর্গঠন করে কমিশনের প্রধানের হাতে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা হস্তান্তর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ব্যারিস্টার নাজমুল হুদা।

গতকাল জাতীয় প্রেসক্লাবে অগ্নিসেনা সংসদ আয়োজিত এক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। নাজমুল হুদা বলেন, নতুন নির্বাচন কমিশন গঠন করে পুনর্গঠিত কমিশনের প্রধানের হাতে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা হস্তান্তর করে জাতীয় নির্বাচন দিলে তা সবার কাছে গ্রহণযোগ্য হবে। রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবুদল হামিদের উদ্দেশে তিনি বলেন, সংবিধানের ৫৭ ও ৫৮ ধারা সংশোধন করতে হবে। সংসদ ভাঙার ৯০ দিনের মধ্যে নির্বাচনের উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, চার সিটি নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। যাতে জনগণকে বোঝানো যায়, এই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়। আর এতে জাতীয় নির্বাচনও নিজেদের অধীনে করতে পারে। সংগঠনের সভাপতি তালুকদার জহিরুল হক তুহিনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শামসুজ্জামান দুদু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুইয়া, বিএনপি নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান প্রমুখ।

 

 

সর্বশেষ খবর