শিরোনাম
শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা
উদ্ভাবন

আমিরের পাম তেল তৈরির মেশিন

আমিরের পাম তেল তৈরির মেশিন

বগুড়ার আমির হোসেন অসংখ্য মেশিন উদ্ভাবনের পর এবার উদ্ভাবন করলেন পাম তেল তৈরির মেশিন। হালকা, টেকসই ও বহনযোগ্য পাম তেল তৈরির এ মেশিনটি ঘণ্টায় ২০০-২৫০ কেজি পামফল ক্রাসিং করে তেল উৎপাদন করতে পারবে। মেশিনটি চলবে বিদ্যুৎ অথবা তেলচালিত ইঞ্জিন দিয়ে। প্রতি ঘণ্টায় ডিজেল খরচ হবে মাত্র এক লিটার, জনবল প্রয়োজন হবে দু-তিনজন। জানা যায়, ২০০৭ সালে মালয়েশিয়া থেকে কিছু উন্নত জাতের পামঅয়েল চারা ও পামঅয়েল মেশিন তৈরি প্রযুক্তি দেশে আনা হয়। ব্যয়বহুল পাম মেশিনটি দিয়ে পাম চাষিরা তেল তৈরি করতে পারতেন না। সহজলভ্য না থাকায় অনেকেই বাগান করে ফল থেকে পাম তেল করার উপযোগী হলেও দামি মেশিন হওয়ায় তেল উৎপাদন করতেন নামমাত্র। পাম ফল থেকে পাম তেল তৈরি করার জন্য বগুড়া শহরের কাটনারপাড়ার আমির হোসেন একটি গবেষণা শুরু করেন তার ওয়ার্কশপ রহিম ইঞ্জিনিয়ারিংয়ে। দীর্ঘ সময় গবেষণা করে আমির হোসেন সস্তা, হালকা টেকসই বহনযোগ্য পামঅয়েল বা তেল তৈরির মেশিন উদ্ভাবন করেন। দুটি পামঅয়েল গাছ থেকে বছরে ৪০-৫০ কেজি তেল পাওয়া যাবে। আমির হোসেন জানান, বিভিন্ন অঞ্চলের পাম বাগান মালিকদের অনুরোধে পাঁচ বছর ধরে চেষ্টা করে পাকা পাম ফল থেকে তেল আহরণের মেশিন তৈরি করা হয়েছে। এ মেশিনের মোট চারটি ইউনিট। গাছ থেকে পাকা পাম ফলের কাঁদি কেটে প্রথম ইউনিটে দিলে ফলগুলো কাঁদি থেকে খুলে আলাদা হয়ে যায়। দ্বিতীয় ইউনিটে পানিতে পরিষ্কার হয়। তৃতীয় ইউনিটে ক্রাসিং হয়ে ক্রড অয়েল বের হয়। চতুর্থ ইউনিটে এ ক্রড অয়েল থেকে খাওয়ার উপযোগী পাতলা তরল তেল তৈরি হয়। এই তেল সব রান্নায় ব্যবহার করা যায়। মিনি, মাঝারি ও বড় তিন ধরনের মেশিন তৈরি করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, মালয়েশিয়ার বিশাল কম্পিউটারাইজড মেশিনের দাম শত কোটি টাকা। আমাদের মেশিন দেশীয় প্রযুক্তির। মালয়েশিয়ায় আশির দশকে এ রকম মেকানিক্যাল মেশিনে তেল আহরণ করা হতো। এসব তেল তারা ২৫ বছর ধরে বিদেশে রপ্তানি করেছে। ৩ থেকে ৮ লাখ টাকার মধ্যে তার উদ্ভাবিত বিভিন্ন সাইজের পাম তেল তৈরির মেশিন পাওয়া যাচ্ছে। বেশ কিছু মেশিন তিনি বিক্রিও করেছেন বলে দাবি করেন। দেশি বাগানের ফল থেকে পাম তেল আহরণ শুরু হলে আমদানি কমে যাবে। উল্লেখ্য, এর আগে তিনি অটো ইটভাটার মেশিন, নিজস্ব প্রযুক্তিতে গাড়ি, ইট ভাঙার মেশিন, পাটের রিবন ছাড়ানো মেশিন উদ্ভাবন করেছেন। তার এই উদ্ভাবনগুলো দেখতে অনেকেই ভিড় করে থাকেন।

 

 

সর্বশেষ খবর