শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

সুনামগঞ্জ সীমান্তে খাসিয়াদের হাতে বাংলাদেশি খুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশন এলাকা সংলগ্ন সীমান্তের ওপারে ভারতীয় খাসিয়াদের হাতে আবুল হাসেম (৩০) নামে এক বাংলাদেশি খুন হয়েছেন। গতকাল দুপুরে সুনামগঞ্জের ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপারেশনাল অফিসার হাছন আলী খবরের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার আজিমপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। বিজিবি সূত্র জানায়, ১১ জুন সকাল ৯টার দিকে চারাগাঁও বিওপির এলসি পয়েন্টের চার কিলোমিটার উত্তরে ভারতের লংজুড়ি নামক স্থানে ওই বাংলাদেশি প্রবেশ করেন। বৃহস্পতিবার ভারতীয় খাসিয়াদের হাতে তিনি খুন হন। সূত্র জানায়, তার লাশ বিএসএফ উদ্ধার করে স্থানীয় বড়ছড়া থানায় হস্তান্তর করা হয়েছে। লাশটি বর্তমানে থানার হেফাজতে রয়েছে। জানা যায়, আবুল হাসেম ৮/৯ বছর আগে ভারতে বিয়ে করেন এবং নিয়মিত শ্বশুরবাড়িতে যাতায়াত করতেন। বিজিবি জানায়, লাশ ফেরত আনার ব্যাপারে বিএসফের সঙ্গে যোগাযোগ চলছে।

সর্বশেষ খবর