শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা
অষ্টম কলাম

মমতার বিরুদ্ধে রাজপথে বুদ্ধিজীবীরা

মোহভঙ্গ বুদ্ধিজীবীদের। দুই বছর আগে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুর-নন্দীগ্রাম ঘটনার প্রতিবাদে সরব হয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন, সেই বুদ্ধিজীবীদের একাংশই এবার সরকারের চোখ রাঙানির বিরুদ্ধে পথে নামলেন।

রাজ্যে লাগাতার নারী নির্যাতনের প্রতিবাদ এবং শান্তি প্রতিষ্ঠা, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে গতকাল সরব হলেন তারা। বিকাল ৩টায় কলেজ স্কয়ার থেকে এক নীরব মিছিলে যোগ দিলেন কবি শঙ্খ ঘোষ, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, বিপ্লব চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, অরিন্দম গাঙ্গুলী, সাহিত্যিক সমরেশ মজুমদার, প্রয়াত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জায়া স্বাতী গঙ্গোপাধ্যায়, সাবেক অর্থমন্ত্রী অশোক মিত্র, শিক্ষাবিদ ইমানুল হক, চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, সমীর আইচ, নাট্যব্যক্তিত্ব চন্দন সেন, কংগ্রেস নেতা নির্বেদ রায়, পরিচালক মৃণাল সেন, অসিত মিত্রসহ শিল্পী-কলাকুশলী। মিছিলে শামিল হন কামদুনিতে নিহত তরুণীর পরিবার, সাধারণ মানুষ, স্কুলের ছাত্র-ছাত্রীরাও। হাতে ছিল পোস্টার-প্লাকার্ড। যে আশা নিয়ে সরকার ক্ষমতায় এসেছিল তার কোনোটিই পূরণ হয়নি বলেও অনেকের অভিযোগ। যেভাবে একের পর এক মহিলাদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, এতে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

সর্বশেষ খবর