শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

পিকাসোর ফুলদানির দাম ১২ কোটি টাকা

পিকাসোর ফুলদানির দাম ১২ কোটি টাকা

খ্যাতনামা স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা ছবিসংবলিত একটি ফুলদানি ১৫ লাখ ৩০ হাজার ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি টাকা। গত বুধবার লন্ডনে এ নিলাম ডাকা হয়। গত বৃহস্পতিবার নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজের পক্ষ থেকে এ কথা জানানো হয়। দাবি করা হচ্ছে, বিশ্বে এ পর্যন্ত এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ফুলদানি। ক্রিস্টিজের বরাত দিয়ে আইএএনএসের খবরে জানানো হয়, সিরামিকের এ ফুলদানিটির সর্বোচ্চ মূল্য প্রায় ১২ কোটি টাকা পর্যন্ত ওঠে। ক্রেতা তার নাম-পরিচয় প্রকাশ করেননি।

'গ্রান্ড ভ্যাস অঙ্ ফেমস ভয়েলস' নামের এ ফুলদানিটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল ২ কোটি ৯৯ লাখ ২৮ হাজার ৪৮ দশমিক ৬৩ টাকা (তিন লাখ ৮৬ হাজার ডলার)। পরে অনুমিত মূল্য ৪ কোটি ১৯ লাখ ৪৫ হাজার ৭৮৮ দশমিক ৩৬ টাকায় (পাঁচ লাখ ৪১ হাজার মার্কিন ডলার) পৌঁছে।

২৫ দশমিক ২ ইঞ্চি উচ্চতার সুদৃশ্য এ ফুলদানিটির গায়ে পিকাসোর বিখ্যাত ছবি আঁকা আছে।

 

 

সর্বশেষ খবর