শিরোনাম
শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

সরকার খড়কুটোর মতো উড়ে যাবে

বি. চৌধুরী

‘ঈশান কোণে ঝড় উঠেছে’ উল্লেখ করে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এ ঝড়ে সরকার খড়কুটোর মতো উড়ে যাবে। এ ঝড় এক দিনে শুরু হয়নি। যেদিন বিডিআর বিদ্রোহের নামে অর্ধশত সামরিক অফিসার হত্যা করা হয়েছে, সেদিন থেকেই শুরু হয়েছে। একদিন এর বিচার হবেই। গতকাল বিকালে মতিঝিলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে বিকল্প যুবধারার কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিচিতিমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুবধারার সভাপতি ওবায়দুর রহমান মৃধার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. নুরুল আমীন বেপারি, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরী প্রমুখ। বি চৌধুরী বলেন, রমজানের মধ্যে বিএনপিকে সব দলের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে। রমজানের পর ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করতে হবে। তিনি বলেন, চার সিটি নির্বাচনে হেরে সরকার ভ‚ত হয়ে গেছে। মাঝেমধ্যে প্রধানমন্ত্রীর জন্য দুঃখ লাগে, আবার মায়াও লাগে। প্রধানমন্ত্রীর বক্তব্য গণতন্ত্রের জন্য সুখকর নয়। ভারতের একটি পত্রিকার বরাত দিয়ে বি চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা শূন্যে। তার মানে এই নয় যে তিনি নির্বাচনই দেবেন না। নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। গণতন্ত্র টিকে থাকতে পারে না। সাবেক এই প্রেসিডেন্ট অভিযোগ করেন, প্রধানমন্ত্রী সংসদে মিথ্যা বলেন, নির্বাচন না করার হুমকি দেন- এসবও গণতন্ত্রের জন্য শুভ নয়।

সর্বশেষ খবর