রবিবার, ৪ আগস্ট, ২০১৩ ০০:০০ টা
আলোচনা সভায় বক্তারা

এক মাসের মধ্যে আওয়ামী লীগ সংবিধান সংশোধন করতে যাচ্ছে

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিএনপিকেও খাঁচায় বন্দী করে ফেলা হয়েছে। বিএনপির রাজনীতিও নিষিদ্ধের পাঁয়তারা করছে সরকার। এ ছাড়া আগামী এক মাসের মধ্যে আওয়ামী লীগ নিজেই আবারও সংবিধান সংশোধন করতে যাচ্ছে বলে বক্তারা আশঙ্কা ব্যক্ত করেন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে 'মুক্ত সাংবাদিকতা ও সাংবাদিক নিরাপত্তা' শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তারা এসব তথ্য জানান। 
নবগঠিত সংগঠন 'সাংবাদিক স্বাধীনতা ফোরাম' এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি মির্জা আব্বাস ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিচারপতি আবদুর রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান মিয়া, সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাবেক রাষ্ট্রদূত আসাফউদ-দৌলা, রাশেদ আহমেদ চৌধুরী, সমাজ বিজ্ঞানী অধ্যাপক ড. পিয়াস করিম, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিএনপিকেও খাঁচায় বন্দী করে ফেলা হয়েছে। বিএনপির রাজনীতিও নিষিদ্ধের পাঁয়তারা করছে সরকার। যুবলীগ নেতা রিয়াজউদ্দিন খান মিল্কি হত্যাকাণ্ডে জড়িত তারেকের ক্রসফায়ার নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, তারেককে ক্রসফায়ারে দেওয়া নিয়ে আমার সন্দেহ হয়। কারণ মারা যাওয়ার পর তার লাশের কোনো ছবি আমরা কোনো মিডিয়ায় দেখতে পাইনি। তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগ নিশ্চিত ক্ষমতায় আসবে_ সজীব ওয়াজেদ জয়ের এমন তথ্যকে সমর্থন করে প্রধানমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ থাকত, তাহলে দেশ ও জাতি আজ নিরাপদে থাকত। সাংবাদিকদের বিভক্তি দেশের জন্য কল্যাণকর নয়। কাউকে তুষ্ট করার মানসিকতা থেকে বেরিয়ে এসে সত্য তুলে ধরতে হবে। সাংবাদিক নির্যাতনের জন্য আওয়ামী লীগের এমপি গোলাম মাওলা রনি গ্রেফতার হয়েছেন কি না প্রশ্ন রেখে তিনি বলেন, তাহলে সাগর-রুনির হত্যাকারীরা এখনো কেউ গ্রেফতার হয়নি কেন? তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্যই গোলাম মাওলা রনিকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর