রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা
টেলিগ্রাফের প্রতিবেদন

চলতি মাসেই হাসিনা মনমোহন বৈঠক!

চলতি মাসেই হাসিনা মনমোহন বৈঠক!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বৈঠকের একটি পরিকল্পনা নিয়ে কাজ চলছে। চলতি সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে এই বৈঠকের সম্ভবনার কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বলা হয়েছে, শেখ হাসিনা ভারত সফরে আগ্রহী না হওয়ায় নিউইয়র্কে কূটনৈতিক সম্পর্ক ঝালাই করতে চাচ্ছে নয়াদিলি্ল। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।

কলকাতা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে মনমোহনের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের ব্যাপারে জোর চেষ্টা চালানো হচ্ছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ ব্যাপারে আলোচনা শুরু করেছেন। অবশ্য এই বৈঠকের সময় নিয়েই সমস্যা রয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, সেপ্টেম্বরে শেখ হাসিনাকে ভারত সফরের জন্য ড. মনমোহন সিংয়ের আমন্ত্রণ বেশ আগেই জানানো হয়েছিল। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সফরের বিষয়ে কোনো বক্তব্যই জানানো হয়নি। কূটনৈতিক সূত্রগুলোর মতে, তিস্তা চুক্তি স্বাক্ষর ও সীমান্ত চুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রতা এই নীরবতার কারণ। এ কারণেই নিউইয়র্কে দ্বিপক্ষীয় বৈঠকের ওপর জোর দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। মনমোহন সিংয়ের ব্যস্ত সফরসূচির মধ্যে চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের। ভারতীয় প্রধানমন্ত্রীর সফরসূচি অনুসারে, আগামী ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে পৌঁছবেন ড. মনমোহন সিং। পরদিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন। এরপর দিন তিনি নিউইয়র্কে যাবেন। ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সেদিনই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তার বৈঠকের কথা এরই মধ্যে নির্দিষ্ট হয়ে রয়েছে। এদিনই চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানের। ভারত যে অভ্যন্তরীণ রাজনৈতিক ঐকমত্য তৈরির ব্যাপারে এখনো আশাবাদী সে কথাই মনমোহন সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাতে চান। এদিকে যোগাযোগ করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চলতি মাসের শেষার্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সফরের কোনো দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। এমন কি সফর নিশ্চিতও করা হয়নি।

 

 

সর্বশেষ খবর