রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

চবিতে ছাত্রলীগের সংঘর্ষ পুলিশের গুলি

রাজশাহীতে ছাত্রদলের ভাঙচুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপ ও সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের পৃথক সংঘর্ষে গতকাল কমপক্ষে ২৭ জন আহত হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ছাত্রদলের কর্মিসভায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচজন আহত হয়। আমাদের নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর- চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ সমর্থিত 'ভিএক্স-সিঙ্টি নাইন' নামের দুই সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। এতে সহকারী প্রক্টর ও উভয় গ্রুপের ১৭ জন আহত হয়। এ সময় এক পুলিশের হাতের কব্জি উড়ে যায় ও গুলিবিদ্ধ হয় ছাত্রলীগ নেতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও অর্ধশতাধিক রাউন্ড টিয়ার শেল ছোড়ে। সকাল এগারোটায় এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, চবির জিরো পয়েন্ট চত্বরে ছাত্রলীগের দুই সাংগঠনিক সম্পাদকের পৃথক গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। সকাল সাড়ে দশটায় কাটা পাহাড় রাস্তায় মিজান নামের 'সিঙ্টি নাইন' গ্রুপের এক কর্মীকে মারধর করে 'ভিএক্স' গ্রুপের নেতা-কর্মীরা। এর জেরে সাড়ে ১১টায় বিবিএ অনুষদের সামনে সিয়াম নামে এক 'ভিএক্স' কর্মীকে সিঙ্টি নাইন গ্রুপের কর্মীরা মারধর করলে উত্তেজনা শুরু হয়। এ সময় সিঙ্টি নাইন গ্রুপ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপুর নেতৃত্বে অবস্থান নেয় কলা অনুষদের ঝুপড়িতে। আর ভিএঙ্ গ্রুপ অপর সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে অবস্থান নেয় শাহজালাল হলের সামনে। আরিফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপুর ক্যাডারদের নিয়ে সাধারণ সম্পাদক এম এ খালেদ পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে। সিঙ্টি নাইন গ্রুপের নেতা আলমগীর টিপু বলেন, ভিএক্স গ্রুপের নেতা ও বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক পিযুষ কান্তি বর্মনের সঙ্গে শিবিরের আঁতাতের যে অডিও ক্লিপস বের হয়েছে আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। এ কারণে ভিএক্স গ্রুপ আমাদের ওপর হামলা করে। উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বলেন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী : মহানগর ছাত্রদলের কর্মিসভায় দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের উপস্থিতিতেই মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। ১৬ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক কর্মিসভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, মেয়র বুলবুল ও মিনুর বক্তব্য শেষ হওয়ার পর পরই বক্তব্য দিতে না দেওয়ার অভিযোগ তুলে ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে বিএনপি কার্যালয় ভাঙচুর করে। এ সময় বর্তমান ও পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ্ মইনুল হোসেন চৌধুরী শান্ত বলেন, হামলাকারীরা ছাত্রদলের কেউ নয়। সিলেট : বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের রিভারবেল্ট গ্রুপের ওপর হামলা চালায় প্রপার গ্রুপের কর্মীরা। পরে রিভারবেল্ট গ্রুপের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হলে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা, থানা পুলিশ ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক শিবলী জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

 

 

সর্বশেষ খবর