রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দল প্রতিষ্ঠা করেন।

সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। প্রতিষ্ঠার ৩৫ বছরের মধ্যে প্রায় ১৫ বছরই দেশ পরিচালনার দায়িত্ব পালন করে বিএনপি। ১৯৮১ সালে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবরণের পর তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। পরে তার নেতৃত্বে বিএনপি তিন দফা ক্ষমতায় আসে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব পৃথক পৃথক বাণী দিয়েছেন। কেন্দ্রীয়ভাবে সংক্ষিপ্ত আকারে দুই দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং গতকাল বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় বিএনপির আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচির শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ভোর ৬টায় দলীয় সব কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন সকাল সাড়ে ১০টায় শেরেবাংলানগরস্থ শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেবেন। এ উপলক্ষে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় বিশেষ অনুষ্ঠানমালাসহ পত্রপত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

সর্বশেষ খবর