শিরোনাম
রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা
রেলে নিয়োগবাণিজ্য

চার্জশিট কাল, জিএম মৃধাসহ আসামি ১৭

রেলে নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় তিন মামলায় অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এসব মামলায় আসামি করা হয়েছে ১৭ জনকে। তিন মামলার অভিযোগপত্র বৃহস্পতিবার দুদকের সাপ্তাহিক নিয়মিত সভায় অনুমোদন দেওয়া হয়। জানতে চাইলে মামলার বাদী ও দুদকের সহকারী পরিচালক রাশেদুর রেজা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দীর্ঘ সাত মাস তদন্ত শেষে দেখা গেছে রেলের তিনটি পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। পাশাপাশি আর্থিক কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা তিন মামলায় আগামীকাল চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিমের আদালতে চার্জশিট দাখিল করা হতে পারে। নিয়মবহির্ভূত ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জনবল নিয়োগের অভিযোগে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হচ্ছে তারা হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) ইউসুফ আলী মৃধা, সিনিয়র ওয়েল ফেয়ার অফিসার গোলাম কিবরিয়া, ট্রেন নম্বর টেকার নাজিম উদ্দীন, কারিগরি শাখার ইসমাইল হোসেন, সোহেল রানা ও সাহিদা আক্তার। এ মামলাটি তদন্ত করছেন উপ-সহকারী পরিচালক নাজিম উদ্দীন। আরেক মামলায় টিকিট ইস্যুয়ার পদে লোক নিয়োগে অনিয়মের অভিযোগে জি এম মৃধা এবং কিবরিয়া ছাড়া অন্য যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হচ্ছে তারা হলেন- অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান এবং টিকিট ইস্যুয়ার শাহিন শাহ।

এ ছাড়া রেলের টুলকিপার নিয়োগে দুর্নীতির অভিযোগে জি এম মৃধা, কিবরিয়া, হাফিজুর রহমান ছাড়াও আরও চারজনকে আসামি করা হয়েছে। এরা হলেন এস এম আজিজুল হক, এস এম সাইদুর রহমান, রবিউল ইসলাম ও আশরাফুল ইসলাম। এই তিন মামলার অভিযোগপত্রে বলা হয়, রেলের পূর্বাঞ্চলের শূন্য পদে নিয়োগের অজুহাতে রেলের কতিপয় কর্মকতা ও কর্মচারী লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য-উপাত্ত পাওয়া গেছে।

সর্বশেষ খবর