বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা
পোশাক মালিকদের অভিযোগ

রাজনীতিবিদরা ইন্ধন দিচ্ছেন

তৈরি পোশাকশিল্পে অস্থিরতার জন্য রাজনৈতিক নেতাদের দায়ী করেছেন বিজিএমইএ নেতারা। গতকাল তারা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে বৈঠকে স্থানীয় রাজনীতিবিদদের অভিযুক্ত করেন। এ অভিযোগের পরও সংকট মোকাবিলায় নতুন কোনো দিকনির্দেশনা দিতে পারেননি বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। বৈঠক শেষে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিদায়ী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, রাজনৈতিক নেতারা এ ঘটনায় জড়িত থাকলে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। ন্যূনতম ৮ হাজার ৩০০ টাকা মজুরির দাবিতে গাজীপুরের কোনাবাড়ী, জামগড়া ও আশুলিয়া এলাকায় আন্দোলন করছে তৈরি পোশাকশিল্প শ্রমিকরা। সরকার নির্ধারিত নূ্যনতম ৫ হাজার ৩০০ টাকা মজুরি মেনে না নিয়ে গত কয়েক দিন ধরেই তারা সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এ অবস্থা নিরসনে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। বৈঠকে বিজিএমইএর সাবেক সভাপতি ও বাংলাদেশ এঙ্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম মুর্শেদী মন্ত্রীর সঙ্গে কথা বলেন। স্থানীয় রাজনৈতিক নেতারা শ্রমিকদের ইন্ধন দিয়ে তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ছড়াচ্ছেন বলে বৈঠকে জানানো হয়। এ অবস্থা নিরসন না হলে পোশাকশিল্প মালিকরা তাদের কারখানা বন্ধেরও হুমকি দেন বৈঠকে।

 

 

সর্বশেষ খবর