বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

'স্বচ্ছ নির্বাচন চান ব্যবসায়ীরা'

দেশের ব্যবসায়ী সমাজ একটি শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন চায় বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ব্যবসায়ীরা সুষুম ও সমঝোতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়।

গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে 'স্বাধীনতা ও মানবাধিকার ফাউন্ডেশন' নামের একটি সংগঠন আয়োজিত গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

এফবিবিসিআই দেশের রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, নির্বাচন সামনে রেখে সর্বদলীয় সরকার গঠন করা হয়েছে। এই প্রেক্ষাপটে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের মধ্যদিয়ে একটি ইতিবাচক পরিস্থিতির সূচনা হয়েছে বলেও মনে করেন তিনি। তিনি বলেন, দুই নেত্রী কিছু করতে গেলে দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের কথা চিন্তা করেন বলে আমরা মনে করি।

সর্বশেষ খবর