বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

পুরান ঢাকায় স্বর্ণের দোকানে ফের ডাকাতি

পুরান ঢাকায় সোনার দোকানে ফের দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে ৫৮ পাটুয়াটুলির রূপসী জুয়েলার্সে ঢুকে অস্ত্রের মুখে দোকানের লোকজনদের জিম্মি করে দুর্বৃত্তরা প্রায় ১০০ ভরি সোনার অলঙ্কার ছিনিয়ে নেয়। বেরিয়ে যাওয়ার সময় জুয়েলার্সের বাইরে চারটি ককটেলসদৃশ বস্তু রেখে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ফাঁড়ির দূরত্ব মাত্র ১০০ গজ। পরপর দুই দিন পুরান ঢাকায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ীরা। সোমবার কোতোয়ালি লেনের বুলিয়ন অ্যান্ড জুয়েলার্সে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ইসমাইল হোসেন কাল্লু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রূপসী জুয়েলার্সের মালিক প্রভাত পাল ও কাজল পাল জানান, দুপুরে খাওয়ার জন্য তারা বাসায় চলে গিয়েছিলেন। এ সময় তাদের আত্দীয় পলাশ পাল দোকানে অবস্থান করছিলেন। প্রথমে ক্রেতাবেশে এক ডাকাত পুরনো সোনার চেইন বদল করে নতুন চেইন নেওয়ার জন্য তাদের দোকানে ঢোকে। এ সময় ওই চেইনটি পরিমাপ ও আরও কয়েকটি নতুন চেইন নিয়ে আসার জন্য অন্য একটি দোকানে যান এক দোকান কর্মচারী। কথা বলার এক পর্যায়ে তারা পলাশ পালকে অস্ত্র ঠেকিয়ে গহনা রাখার ভোল্টের কাছে নিয়ে যায়। এ সময় আরও তিন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে সবাইকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চুপচাপ থাকার নির্দেশ দেয়। প্রায় ১০০ ভরি সোনার অলঙ্কার নিয়ে নির্বিঘ্নে চলে যায় দুর্বৃত্তরা। ব্যবসায়ীদের অভিযোগ, ওই এলাকায় নীরব চাঁদাবাজদের দৌরাত্দ্যে স্বর্ণ ব্যবসায়ীরা অতিষ্ঠ। এখন নতুন করে তারা ডাকাত আতঙ্কে ভুগছেন। ভয়ে দোকান খুলতে ভয় পাচ্ছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর