বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

যুক্তিতর্কের শুনানি ২৭ নভেম্বর

যুক্তিতর্কের শুনানি ২৭ নভেম্বর

পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাশ হত্যা মামলার যুক্তিতর্কের শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম নিজামুল হক সাক্ষ্য গ্রহণ শেষে এ দিন ধার্য করেন। এর আগে মামলার আট আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তারা হলেন রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন, এ এইচ এম কিবরিয়া, সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা ও গোলাম মোস্তফা। এ ছাড়া এ মামলায় পলাতক আছেন আরও ১৩ আসামি। মামলার সব আসামি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী। ২৬ মে এ মামলার ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১৯ মে পুলিশের দাখিল করা অভিযোগপত্র আমলে নেন আদালত। ২৯ এপ্রিল মামলাটি মহানগর হাকিম আদালত থেকে দায়রা জজ আদালতে বদলি হয়। ৫ মার্চ এ হত্যা মামলায় অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক তাজুল ইসলাম। গত বছরের ৯ ডিসেম্বর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন নিরীহ দর্জি ব্যবসায়ী বিশ্বজিৎ দাশ। মামলায় ৩৩ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত।

 

 

সর্বশেষ খবর